Techtunes Trick is the world's first, largest, and Most popular complete Unicode-based technology social media, Social network, world news, world entertainment

Breaking

Post Top Ad

Your Ad Spot

Midil Ads 03

Friday, 28 February 2020

গুগল ক্রোমে খেলুন মজার একটি গেইম যা হয়তবা আগে জানতেন না!




আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ,


আশা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটি নতুন টিউন নিয়ে আসলাম।

বর্তমানে আমরা প্রায় সবাই গুগল ক্রোম ব্যবহার করে থাকি। ক্রোমের অসাধারন সব ফিচার এবং দ্রুত গতির কারনে এটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে।
chrome_hidden_feature
আপনি নেট ব্রাউজ করতে করতে হঠাত যদি আপনার ইন্টারনেট বন্ধ হয়ে যায় অথবা কারেন্ট চলে যাওয়ার কারনে যদি আপনার ব্রাউজিং এর মজাই চলে যায় তখন আপনি কি করবেন? তখন মেজাজ এমনিতেই বিগড়ে যায়! 😈 😈  এই রকম পরিস্থিতিতে আপনার মন ভালো করার জন্য ক্রোম আপনার যন্য রেখেছে মজার এবং দারুণ একটা গেইম।


তো এই গেইম শুরু করতে হলে প্রথমে আপনার পিসিতে কোনো নেট কানেকশন থাকতে পারবে না। তারপর, আপনার ক্রোম ওপেন করে এড্রেস বারে যেকোনো কিওয়ার্ড বা এড্রেস লিখে '' Enter "  চাপুন।


তারপর, আপনি এইরকম একটা পেইজ পাবেন। এখানেই মুলত সেই লুকানো গেইম টা রয়েছে  😉 😉





তারপর আপনার কিবোর্ড থেকে SPACE  চাপুন দেখবেন যে একটা ডায়নাসোর দৌড়ানো শুরু করেছে  😀






এখন আপনার কাজ হবে SPACE প্রেস করতে থাকা। স্পেস প্রেস করলে ডায়নাসোর উপরে উঠবে আবার নিচে নামবে। এভাবে আপনি সতর্কতার সাথে গেইমটা খেলে মজাও পাবেন আবার ভালোও লাগবে।  🙂 🙂






গেইম ওভার হলে আবার SPACE প্রেস করে গেইম শুরু করুন।  😀 😀
enter_address
enter_address_in_your_address_bar







আজ এই পর্যন্তই। আপনাদের সুবাধার্থে আমি ভিডিও এড করেছি অবশ্যই দেখে নিবেন.

পরবর্তি কোনো এক টিউনে দেখা  হবে ইন শা আল্লাহ  🙂

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages