Techtunes Trick is the world's first, largest, and Most popular complete Unicode-based technology social media, Social network, world news, world entertainment

Breaking

Post Top Ad

Your Ad Spot

Midil Ads 03

Friday, 28 February 2020

Youtube এবং DSLR এর জন্য বেস্ট ৫টি মাইক্রোফোন!! আপনার টি বেছে নিন






আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন।

আমি আল্লাহর রহমত এ ভালোই আছি। এটা আমার ৩য় টিউটোরিয়াল। ভুল হলে মাফ করবেন।
অনেকে আছেন যারা সুন্দর সুন্দর ভিডিও বানান,কিন্ত সাউন্ড এত বেশি ভাল থাকে না। ভিডিও এর সাথে সাউন্ড ও অনেক ইম্পরটেন্ট।
তারা ঠিক মত  মাইক্রোফোন খুঁজে পান না। তাদের জন্য আজকের ভিডিও।
ভিডিও তে আমি ৫টি সেরা মাইক্রোফোন নিয়ে কথা বলেছি। আমি বাজেট এবং কুয়ালিটি উপর টপ ৫ সিলেক্ট করেছি।
মাইক্রোফোন গুলু আপনি মোবাইল ক্যামেরা ল্যাপটপ  এ ব্যবহার করতে পারবেন। ভিডিও তে যে মাইক্রোফোন গুলি আছে সব গুলি বসুন্ধরা সিটি তে পাওায়া যাবে।

মাইক্রোফোন গুলো হচ্ছে

  • Rode Videomic Pro
  • Rode Videomic Go
  • Boya M1
  • Havic m60
  • Rode Videomicro

বিস্তারিত ভাবে বুঝার জন্য টিউটোরিয়ালটি দেখতে পারেন

এটি আমার ৩য় ভিডিও টিউটোরিয়াল ছিল। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
  • টিউনটি ভালো লাগলে শেয়ার অবশ্যই শেয়ার করুন।
  • ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবসক্রাইব করুন।
  • সমস্যা হলে কিংবা কোন কিছু জানতে চাইলে টিউমেন্ট করুন।
ভালো থাকুন, সুস্থ থাকুন অার টেকটিউনসের সাথেই থাকুন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages