Techtunes Trick is the world's first, largest, and Most popular complete Unicode-based technology social media, Social network, world news, world entertainment

Breaking

Post Top Ad

Your Ad Spot

Midil Ads 03

Tuesday, 3 March 2020

Allu Arjun এর ব্লকবাস্টার একটা Telugu মুভি দেখুন Ala Vaikunthapurramuloo এখন বাংলা সাবটাইটেল দিয়ে।

সকলকে জানাই সালাম/নমষ্কার
কেমন আছেন সকলে আসা করি ভালই আছেন।
আপনাদের মাঝে আবার ও চলে এসেছি আমি সুন্দর একটা মুভি রিভিউ নিয়ে। আজকে এই মুভি সম্পর্কে অনেক অনেক কথা বলব আমি আজকে আর মুভি রিভিউ দিব না আমি তাই ধৈর্য্য ধরে কথা গুলা শুনবেন আসা করি।

Movie Name : Ala Vaikunthapurramuloo
Genres: Action, Drama
Language: Telugu+Bsub
Quality: 720p/480p/1080p HDRip
Size: 900MB/400MB/1.2GB
Director: Trivikram Srinivas
Stars: Pooja Hegde, Allu Arjun
Personal Rating : 9/10
IMDb Ratings: 7.4/10
……….. মুভি নিয়ে কিছু কথা………..
★ আলা বৈকুন্ঠপুরামুলো এর বাংলা নাম (স্বর্গীয় বাড়ি)
★ মুভিটা নিয়ে ইতিমধ্যে অনেকগুলো পোস্ট হয়েছে। তারপরও নিজের ভালোলাগা থেকে পোস্টটা করছি। আশা করি আপনাদের ভাল লাগবে।
★প্রথমেই বলে রাখি মুভিটা নিয়ে আমি অনেক এক্সাইটেড ছিলাম যার কারণে ইসাব এই মুভিটি দেখে ফেললাম। এক কথায় অসাধারণ লেগেছে, আল্লু অর্জুন এর অ্যাক্টিং ছিল দেখার মতো। রোমান্স, একশন, কমেডি সবই ছিল মুভিটিতে। মুভিটির ব্যাকগ্রাউন্ড মিউজিক ও ছিলো অসাধারণ হার্ট টাচিং।
★আল্লু আর্জুনের ক্যারিয়ারের সবচেয়ে বেশি আয় করা সিনেমা এটি। যা ইন্ডাস্ট্রি হিট হয়েছে। তার মানে কিছু না কিছু তো মুভিতে আছে। আর তা হচ্ছে ডিরেক্টর ত্রিবিক্রমের দুর্দান্ত মেকিং। একটি সিম্পল গল্প কে কত সুন্দর ভাবে উপস্থাপন করা যায় তা তিনি এর আগেও করে দেখিয়েছেন AD, জুলাই মুভিগুলোতে।
★অনেক জল্পনা-কল্পনার পরে গতকাল রাতে অনলাইনে এসেছে ই-সাব সহ। অনলাইনে আসার পরে কোনো দেরি না করে দেখে নিলাম সিনেমাটি। মুভিটা কেমন তা নিয়ে কিছু বলবো না। কিন্তু এইটা বলতে পারি মুভিটা দেখলে সবার কাছেই ভালো লাগবে।
★এটি হচ্ছেন একটি কমপ্লিট কমার্শিয়াল ফ্যামিলি এন্টারটেইনার মুভি। ইমোশনস, ফ্যামিলি, কমেডি, রোমান্স, গান ,একশন ,কি নেই মুভিতে। আল্লু আর্যুন এর পারফরম্যান্স ছিল পুরো মুভিতে দুর্দান্ত।
★আবারো দেখে নিলাম প্রিয় অভিনেতা #Allu_Arjun এর #Ala_Vaikuntha_Purramuloo এই পর্যন্ত তিনবার দেখলাম মুভিটি, একজন ফ্যান হয়ে
★তিনবার দেখা এটা বেশি কিছুনা,
১ম দেখি যখন হল প্রিন্ট এসেছিলো,
২য় বার যখন এইচডি প্রিন্ট এসেছিলো,
তখন ইসাব দিয়েই দেখেছিলাম, একজন ফ্যান হয়ে কিভাবে অপেক্ষা করতে পারি বিসাবের জন্য
★ ভিলেন আর মুরালি শর্মাকে সবারই নজর কাড়বে।
অন্যান্য চরিত্রের মধ্যে মুরালি শর্মা ক্যারিয়ারের বেস্ট পারফরমেন্স দিয়েছে।
★টাবু অনেকদিন পর তেলেগুতে মুভি করল। সেও ভালোই ছিলো। এছাড়া জয়রাম, নিভেথা পেথুরাজ, সুশান্ত, সুনীল সবাই যতটা সম্ভব পারছে ভালো কাজ করেছে।
★এই মুভির গান গুলো সব চার্টবাস্টার, বিজিএম অস্থির লেভেলের ভালো।
★মুভির প্লট টা একটু দুর্বল তাছাড়া সব দিক দিয়েই এই মুভি দুর্দান্ত। এটাও বুঝতে হবে ফ্যামিলি ড্রামা জনরা এমনই হয়। এখানে উরাধুরা একশন, টুইস্ট চাইলেই পাইবেন না। কেউ কেউ বলছে এই মুভি আলমগীর শাবানা করে গেছে অনেক আগে আচ্ছা আমাকে একটা মুভির নাম বলুন দেখি কোন মুভির সাথে মিলে।
★পরিশেষে মুভিতে মুরালি শর্মার একটা ডায়লগ টা বলে দিয়ে শেষ করতে চাই
‘ কারো ভাগ্য কেউ বদলাতে পারে না । বদলালেও ওয়ার্ক আউট হবে না।’
★অনেকেই অভার একটিং বা অভার একশানের তকমা দিচ্ছে।সত্যি বলতে কি এই সিনেমায় আল্লুর কিছু কিছু ফাইট তার ৫/৬ বছর আগের সিনেমার ফাইট থেকেও স্লো মনে হয়েছে আমার। তবে হ্যাঁ এটা আপ্নাকে মানতে হবে যে এটি একটি ব্লকবাস্টার। আর ব্লকবাস্টার এম্নে এম্নেই হয়ে যায় নি। আল্লু এই মুভিতে তার সেরাটা, সেরাটা এবং সেরাটা দিয়েছে। আর একটু আধটু ভূল থাকবেই তবে সেটা তেমন বড় কিছু নয়।
★আল্লু অর্জুনের নতুন মুভির জন্যে ২ বছর যাবত অপেক্ষা করতেছিলাম!অবশেষে আজ রাতেই অপেক্ষার অবসান হয়ে গেল।
এইমাত্র ‘আলাবৈকুন্ঠপুরামলো’ মুভিটা কালেক্ট করলাম।আজ রাতেই আকাশ ভাইয়ের সাব দিয়ে দেখে ফেলবো!
☞☞☞BGM ☞☞☞
আমার সবচেয়ে প্রিয় ইমোশনাল BGM
১ম হলো KGF এর বিজিএমটা
২য় Ala Vaikutha Purramuloo এর এই
BGM টা
যখন এই BGM টা শুনি চোখে পানি এসে পরে
আবারোও ধন্যবাদ জানাচ্ছি আকাশ হুসাইন ভাইকে
গতকাল যখন আকাশ ভাই বিসাব রিলিজ দিলো তখন আবারো মুভিটি ডাউনলোড
করে দেখেনিলাম ধন্যবাদ Akash Hossain
ভাইকে সবচেয়ে বড় কথা হলো
গতকাল আকাশ হুসাইন ভাই অনেক অস্থির
হয়ে পরেছিলো, এখন বলি আকাশ ভাই এত্ত
অস্থিরতা হওয়ার কোন দরকার নেই
এত্ত জলদি এমন সাব উপহার দিবেন আমি
কল্পনাও করিনি।
আকাশ ভাইকে ️অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা বাংলা সাব উপহার দেয়ার জন্য তাও অল্প সময়ের মধ্যে।
যারা এখনও মুভিটি দেখেননি দেখে নিতে পারেন। কখনোই বোরিং লাগবে না। আর বাংলা সাবে দেখলে আশা করি আরো ভালো লাগবে।
বিঃদ্রঃ আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য কিছু অংশ কপি করা হয়েছে।






সবার প্রথমে বাংলা সাবটাইটেল টি ডাওনলোড করে নিন।
এবার আসুন মুভি টি ডাওনলোড করি

900 MB Link Direct
1GB Link Google Drived
400 MB Link Direct Website
কিভাবে ডাওনলোড করবেন তার ভিডিও এইখানে দেখুন।
https://youtu.be/vHHMr4_pHiI
দক্ষিন ভারত সহ বিশ্বের যেকোনো ইন্ডাস্ট্রির মুভি পেতে ঘুরে আসুন আমাদের মুভি ওয়েবসাইটে।আর ভাল লাগলে সাইট টি Bokmarks করে রাখুন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages