যারা ক্লাউড স্টোরেজ সম্পর্কে কিছুটা হলেও ধারণা রাখেন তারা ড্রপবক্স এর নাম শুনে থাকবেন। ড্রপবক্স হল একটি ক্লাউড স্টোরেজ সার্ভিস (গুগল ড্রাইড এর মত)।
ড্রপবক্সে আপনি আপনার প্রয়োজনীয় ফাইল অতি সহজেই আপলোড করে জমা রাখতে পারবেন পাশাপাশি Microsoft Office Word এর অনলাইন সংস্করণ পাবেন যাতে আপনি আপনি সহজেই Edit করতে পারবেন। তাছাড়া অনলাইন PDF/Image/Zip/Exe সহ যে কোন ফাইল আপলোড দিতে পারবেন সহজেই।
এবার আসা যাক কিভাবে ড্রপবক্স অ্যাকাউন্ট রেফার করে ১৬ জিবি লুফে নিবেন-
প্রথমে আমার দেয়া লিংক থেকে অ্যাকাউন্ট খুলুন।
(আমার দেয়া লিংক থেকে অ্যাকাউন্ট খুললে সাথে সাথে আপনি ২.৫ জিবি পাবেন)
এরপর Setting এর Plan অপশনে গিয়ে Invite Friend এ অপশনে গিয়ে ক্লিক করে More ways to invite your friends অপশনে Copy Link আপনার রেফার লিংকটি কপি করে ফেসবুক, ইউটিউব এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন।

প্রতিটি সফল শেয়ারে আপনি ৫০০ মেগাবাইট করে জায়গা পাবেন। এভাবে আপনি ১৬.৫ জিবি পর্যন্ত জায়গা পাবেন।
শুনতে একটু কষ্টকর মনে হলেও ব্যাপারটা অনেক সহজ। ধরুন আপনার ফেইসবুকে ৫০০ ফ্রেন্ড আছে।
সবার সাথে যখন চ্যাট করবেন তখন আপনি তাদের ড্রপবক্স অ্যাকাউন্ট খুলতে বলবেন। এর মধ্য থেকে যদি ১০ জনও ড্রপবক্স অ্যাকাউন্ট খুলে তাহলে আপনি ৫ জিবি জায়গা সহজেই পেয়ে যাবেন।
No comments:
Post a Comment