Techtunes Trick is the world's first, largest, and Most popular complete Unicode-based technology social media, Social network, world news, world entertainment

Breaking

Post Top Ad

Your Ad Spot

Midil Ads 03

Thursday, 5 March 2020

ডানদিকে সোয়াইপ করলেই মিলবে জাস্ট ফ্রেন্ড– গার্লফ্রেন্ড!!! 😍 সাথে আবার Nokia 220 4G অফার।

ডানদিকে সোয়াইপ করলেই মিলবে জাস্ট ফ্রেন্ড– গার্লফ্রেন্ড!!! 😍 সাথে আবার Nokia 220 4G অফার।


হাই গাইজ ইমরান হেয়ার, টাইটেল দেখে আপনি নিশ্চয়ই এই পোস্ট দেখতে ছুটে আসছেন?
এতে বোঝা যাচ্ছে আপনি অনেক একা বিষয়টি খুবই ইতিবাচক!
তো কথা দিচ্ছি আপনি যদি আজকে আমার এ পোস্টটি সম্পূর্ণ পড়েন এবং সেই অনুযায়ী কাজ করেন তাহলে আপনি একটি না একটি ভার্চুয়াল বন্ধু নিশ্চয়ই পাবেন!
আর এই ভার্চুয়াল জগতে অনেকে একটি বন্ধু খুঁজে তার সঙ্গে আড্ডা দিতে পছন্দ করেন তো ভার্চুয়ালে আড্ডা দিতে হলে অবশ্যই একটা প্ল্যাটফর্ম বেছে নিতে হবে আপনাকে,
ঠিক তেমনই একটি প্ল্যাটফর্ম হলো “কফি আড্ডা” নামে একটি অ্যাপ্লিকেশন।

এই অ্যাপটির মাধ্যমে আপনি ভার্চুয়াল যোগাযোগের পাশাপাশি বন্ধু-গার্লফ্রেন্ডও তৈরি করতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সাম্পল ফেসবুকের মতো, এই অ্যাপটি তেও আপনাকে ঠিক একইভাবে রেজিস্ট্রেশন করে প্রোফাইল ছবি ও নিজের সম্পর্কে তথ্য দিতে হবে।
অ্যাপের অ্যালগরিদম স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী সম্ভাব্য বন্ধুদের প্রোফাইল দেখায়। ফলে সহজে বৈশিষ্ট্যের দিক থেকে মিল থাকা বন্ধু খুঁজে পাওয়া যায়। বন্ধু হলে কেবল এতে আলাপ বা আড্ডা দেওয়ার সুযোগ রয়েছে। দেশের তরুণদের মধ্যে ইতিমধ্যে এ অ্যাপ জনপ্রিয় হয়ে উঠছে।
গুগল প্লে স্টোরে গিয়ে Coffee Adda লিখে সার্চ করলেই মিলে যাবে কফি
আড্ডা এ্যাপ। এরপর বন্ধু- গার্লফ্রেন্ড খোঁজার পালা। আপনাদের সুবিধার্থে ডাউনলোড লিংক এখানে।
তো চলুন জেনে আসি অ্যাপটি কতটুকু নিরাপত্তা দিচ্ছে আপনাকে, আপনার অনিচ্ছায় কারো সঙ্গে সম্পর্কে জড়ানোর আশঙ্কা নেই। আর আপনার সঙ্গে ঠিকমতো ম্যাচ করলে তবেই আপনি কারো সঙ্গে সম্পর্কে জড়াতে পারবেন। তাছাড়া তথ্য অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো এতেও নিরাপদ থাকে।
তো চলুন জেনে নিই এই অ্যাপসটি মূলত কারা ব্যবহার করে থাকেন ,কফি আড্ডার তথ্য অনুযায়ী এই অ্যাপটি বেশিরভাগই ব্যবহার করেছেন ১৮ থেকে ২৩ বছর বয়সী তরুণেরা,
তবে আপনার বয়স ৯৫ হলেও অ্যাপটি ব্যবহার করতে পারবেন।😄
অ্যাপ ওপেন করলেই আপনার চোখে ভেসে উঠবে বন্ধু খুঁজছেন এমন মানুষদের
প্রোফাইল। আর এই অ্যাপটি মূলত লোকেশান অনুযায়ী সবচেয়ে কাছে থাকা মানুষের প্রোফাইল দেখায়,
তাই গার্লফ্রেন্ডের জন্য আপনাকে বরিশাল কিংবা নোয়াখালী যেতে হবে না আশা করি 😂
যার সঙ্গে ম্যাচ করবে তার প্রোফাইলে ডানদিকে সোয়াইপ করলেই সেই মানুষটির কাছে চলে যাবে বন্ধুত্বের আহ্বান। তো যত বেশি প্রোফাইলে সোয়াইপ করবেন ততবেশি গার্লফ্রেন্ড পাবেন🙃

তো এই ছিল গার্লফ্রেন্ড নামক আলগা প্যারা দেওয়া অ্যাপ্লিকেশন *কফি আড্ডা* পোস্টটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে, ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করবেন।
পাবজি মোবাইল এর রয়েল পাস আপডেট করার জন্য এখনি যোগাযোগ করুন ০১৯০৩৩৯৪১৯৮

নকিয়া ২২০ 4G বাটন ফোন অর্ডার করুন মাত্র ১৬০০ টাকা দিয়ে স্টক সীমিত অর্ডার করার জন্য কল করুন: +8801903394198


তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহাফেজ।

2 comments:

Post Top Ad

Your Ad Spot

Pages