Techtunes Trick is the world's first, largest, and Most popular complete Unicode-based technology social media, Social network, world news, world entertainment

Breaking

Post Top Ad

Your Ad Spot

Midil Ads 03

Monday, 9 March 2020

দূর থেকে অন্যের কম্পিউটার শাটডাউন করুন. Shutdown another person's computer remotely






আজকের এই টিউনে আমি আপনাদের বলব "কীভাবে একই নেটওয়ার্কে যুক্ত অন্যের কম্পিউটার আপনি না ছুয়েই শাট ডাউন করতে পারবেন"।

  • প্রথমে Run ওপেন করুন। এর জন্য Win+R চাপুন।
  • এবার Run এ cmd লিখে enter চাপুন।
  • cmd তে কমান্ডটি লিখুন ঃ shutdown -i
  • এখন নিম্নের মত উইন্ডো ওপেন হবে।
  • তারপর Add এ ক্লিক করে যার কম্পিউটার আপনি শাট ডাউন করতে চান, তার IP অ্যাড্রেস দিন।
  • এবার আপনি আপনার অপশন সিলেক্ট করুন আপনি শাট ডাউন করতে চান নাকি রিস্টার্ট করতে চান।
  • এখন আপনি যদি ইউজারকে Warn করতে চান, তাহলে ‘Warn users for the action’ এ ক্লিক করুন এবং টাইমার সেট করুন।
  •  তারপর আপনার ইচ্ছা হলে আপনি Comment box এ কিছু লিখতে পারেন।
  • Ok ক্লিক করলে আপনার কাজ শেষ।
এই টিউনটি  আমার প্রথম টিউন। তাই  টিউনটি ভাল লেগে থাকলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন। আর কোন সমস্যা বা প্রশ্ন থাকলেও টিউমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেকটিউনসের সাথে থাকুন, আপনাদের সবাইকে ধন্যবাদ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages