Techtunes Trick is the world's first, largest, and Most popular complete Unicode-based technology social media, Social network, world news, world entertainment

Breaking

Post Top Ad

Your Ad Spot

Midil Ads 03

Saturday, 14 March 2020

লোডশেডিং থাকার পরও Live TV দেখুন ||ফ্রি||


লোডশেডিং থাকার পরও Live TV দেখুন ||ফ্রি||



আসস্লামু-আলাইকুম,আশা করি সবাই ভালো আছেন।
আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি ৷ হেডিং দেখে তো বুঝতেই পারছেন আজ কি নিয়ে আলোচনা করবো ৷ তো চলুন শুরু করা যাক ৷

লোডশেডিং কিংবা অন্য কোনো জটিলতার কারণে আমরা হয়তো প্রায় সময় টিভির পর্দার সামনে দাঁড়াতে পারি না।
ফলাফলে দেখা গেলো টিভিতে চলমান অনেক গুরুত্বপূর্ণ ইন্টারটেইনমেন্ট গুলো মিস করে থাকি।
অথবা এমনটাও হতে পারে আপনি লাইভ ইন্টারটেইনমেন্ট শো দেখেন ৷ লোডশেডিং এর কারনে টিভির পর্দা অফ ৷ যদিওবা পরবর্তীতে হায়ালাই দেখে কিন্তু লাইভের মতো মজা পাওয়া যায় না ৷
আর পরবর্তিতে ঐ একই ধরনের ভিডিও যদি ওই চ্যানেলে আবার প্রচার করা হয় তাহলে তা খুব বেশি হলে কয়েক মিনিটেই শেষ করে দেয়া হয়।তবে এই কয়েক মিনিটের মধ্যে আপনি এর মর্মার্থ উপভোগ করতে পারেন না, কারণ এর ফলাফল সম্পর্কে আপনি আগেই অবগত হয়ে যান।


তবে ওই সময়টাতেই যদি, যে সময়ে টিভিতে লাইভ চলে আপনার এন্ড্রয়েড ফোন হাতে থাকে তাহলে কিন্তু আপনি এটি আপনার এন্ড্রয়েড ফোনের সাহায্যে উপভোগ করতে পারেন।
যার ফলে আপনি কখনোই বঞ্চিত হবেন না বর্তমানে টিভিতে চলমান যেকোনো ধরনের লাইভ ভিডিও দেখার থেকে।

আর আপনি যদি এরকম লাইভ নেট টিভি সফটওয়্যার ডাউনলোড করতে চান তাহলে আজকের এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য।


এই সমস্ত সফটওয়্যার গুলোর সাহায্যে আপনি চাইলে যেকোন ধরনের চ্যানেল ফ্রিতে উপভোগ করতে পারবেন।

এই ফ্রি এর ব্যাপার আসলে কেন বলা হয়েছে?


কারণ আপনি গুগল প্লে স্টোর থেকে এরকম কোন অ্যাপস ডাউনলোড করলে যে অ্যাপসের দ্বারা আপনি লাইভ নেট টিভি দেখতে চান, এগুলো ফ্রিতে আপনি কখনো ব্যবহার করতে পারেন না।
এক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট খুলতে হয় এবং তারপর আপনাকে প্রতিমাসে কিছু হারে টাকা পরিশোধ করতে হয়।
যা আমরা কখনোই চাইনা, আমরা চাই আমাদের লোডশেডিংয়ের মুহূর্তে কিংবা অন্য কোনো জটিলতার মুহূর্তে ফ্রিতে লাইভ টিভি উপভোগ করব কোন রকমের টাকা খরচ করা ছাড়াই।
তাহলে আর দেরি না করে এখনি নিচের দেয়া জনপ্রিয় তিনটি লাইভ নেট টিভি সফটওয়্যার ডাউনলোড করে উপভোগ করুন লাইভ নেট টিভি।

নাম্বার ১ : জাগোবিডি


এটাও আরেকটি জনপ্রিয় লাইভ টিভি নেট সফটওয়্যার, যাতে আপনি বাংলাদেশের প্রত্যেকটি টিভি চ্যানেল উপভোগ করতে পারবেন।
শুধু এই অ্যাপসের সাহায্যে আপনি লাইভ টিভি দেখতে পারবেন তা কিন্তু না ,আপনি চাইলে নিচের দেয়া আরো কয়েকটি অ্যাপস ব্যবহার করতে পারেন ভাল ইউজার এক্সপেরিয়েন্স এর জন্য।

নাম্বার ২: লাইভ নেট টিভি


আপনি চাইলে উপরের অ্যাপটির সাহায্যে যেকোনো ধরনের টিভি শো, স্পোর্টস সহ যেকোনো ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।
এবং এখানে দেয়া প্রত্যেকটি চ্যানেলে এইচডি কোয়ালিটি তে ভিডিও দেখাবে, ফলে আপনাকে কখনোই ভিডিও কোয়ালিটি নিয়ে চিন্তা-ভাবনা করতে হবে না।
সবচেয়ে মজার ব্যাপার হলো এটা যে আপনি চাইলে উপরের অ্যাপসটিতে প্রত্যেকটি চ্যানেল ফ্রিতে উপভোগ করতে পারবেন।

নাম্বার ৩ :বায়স্কোপ




নাম্বার ৪: বঙ্গোবিডি


নাম্বার ৫: বাংলা নিউজ


তাহলে আর দেরি কেন এখনই উপরের দেয়া প্রত্যেকটি অ্যাপস ডাউনলোড করে রেখে দিন আপনার ফোনের মধ্যে।

আর যখনই কোন সমস্যার সম্মুখীন হবেন যার দ্বারা আপনি টিভির সামনে দাঁড়াতে পারবেন না তখনই এই লাইভ নেট টিভি সফটওয়্যার গুলোকে ব্যবহার করতে পারবেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages