Techtunes Trick is the world's first, largest, and Most popular complete Unicode-based technology social media, Social network, world news, world entertainment

Breaking

Post Top Ad

Your Ad Spot

Midil Ads 03

Saturday, 14 March 2020

Gf/Bf এর কল/মেসেজ হিস্টরি চেক করুন।নতুন ট্রিক!(using MyGP app)


Gf/Bf এর কল/মেসেজ হিস্টরি চেক করুন।নতুন ট্রিক!(using MyGP app)




Call SMS History!!!
*শেষে রয়েছে সহজ উপায়!!!
আসসালামু আলাইকুম।
আশা করছি সবাই ভাল আছেন।
অনেক আগে আমি দেখিয়েছিলাম কীভাবে গ্রামীনফোনের ওয়েবসাইট থেকে কল/মেসেজ হিস্টরি চেক করতে হয়।সম্প্রতি সেই পদ্ধতিটি বন্ধ করা হয়েছে।তাই আজ আপডেটেড ট্রিক নিয়ে আসলাম।
এই ট্রিকের মাধ্যমে আপনারা মাইজিপি এপ ইউজ করেই ইনকামিং এবং আউটগোয়িং কল/মেসেজ হিস্টরি চেক করতে পারবেন।
টাইপ -১: যারা আগে মাইজিপি ওয়েবসাইট থেকে কল/মেসেজ হিস্টরি দেখতেন তাদের শুধুমাত্র মাইজিপি এপ এবং পুর্বের ইমেইল আর পাসওয়ার্ড মনে থাকলেই চলবে।
টাইপ-২: যারা আগে কখনোই ওয়েবসাইট থেকে ট্রাই করেন নি, অর্থাৎ যারা একেবারেই নতুন করে শুরু করতেছেন  তারা প্রথমত  একটি ‘কানেক্ট ‘ একাউন্ট খুলে ইমেইল ও পাসওয়ার্ড সেট করে নিন।এক্ষেত্রে নিচের স্ক্রিনশট গুলো ফলো করুন।
*যার নাম্বারের হিস্টরি চেক করবেন তার কাছে এককালীন  দুইবার কোড যাবে। এটা কীভাবে কালেক্ট করবেন সেটা আপনার ব্যাপার।   
প্রথমেই গুগলে গিয়ে সার্চ করুন Connect লিখে।
এবার How can I manage….. এখানে ক্লিক করুন।
নিচের মতো আসলে যার হিস্টরি দেখতে চান তার নাম্বার টি এখানে দিয়ে সাইন ইন এ ক্লিক করুন।
সাইন ইন এ ক্লিক করলে ঐ নাম্বারে একটি কোড যাবে ঐ কোডটি কালেক্ট করে চিহ্নিত জায়গায় বসিয়ে দিয়ে Verify Code এ ক্লিক করুন।
তারপর প্রথমেই আপনাকে একটি নতুন পাসওয়ার্ড সেট করে নিতে হবে।তাই নিচের স্ক্রিনশটটির মতো আসলে প্রথমেই পাসওয়ার্ড এ ক্লিক করুন।
একই পাসওয়ার্ড দুইটি ঘড়েই দিয়ে ‘সেভ করুন’ এ ক্লিক করুন।
এবার আসুন ইমেইল সেট করে নেই।ইমেইল সেট করে নেওয়ার জন্য ঐ নাম্বারে আরেকবার কোড যাবে।
এক্ষেত্রে ইমেইল এ ক্লিক করুন।
ইমেইলে ক্লিক করলে নিরাপত্তাজনিত কারনে আবার আপনাকে লগিন করতে হবে।এক্ষেত্রে কিছুক্ষণ আগেই যে নতুন পাসওয়ার্ড টি সেট করেছেন সেটি দিয়ে সাইন ইন এ ক্লিক করুন।
নিচের মতো আসলে SMS এ ক্লিক করুন।


এখন আরেকবার ঐ নাম্বারে কোড যাবে।ঐ কোডটি কালেক্ট করে এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই কোড এ ক্লিক করুন।
এবার আপনার নিজস্ব একটি ইমেইল দুইটি ঘড়েই বসিয়ে দিন এবং সেভ করুন।
সেভ করুন এ ক্লিক করলে নিচের স্ক্রিনশট এর মতো আসবে।
এবার যে ইমেইলটি যুক্ত করেছেন, ইনবক্স চেক করে ইমেইলটি ভেরিফাই করে নিন। ভেরিফাই করতে নিচের মতো লিংকটিতে ক্লিক করবেন।
ভেরিফাই হয়ে গেলে এরকম দেখাবে।
বাবুরে!!! কাজ শেষ।!!!
এবার আসুন আসল কাজে যাই।
প্রথমত মাইজিপি এপটি ডাউনলোড করে ওপেন করে নিন।
Sign in with GP ID এখানে ক্লিক করুন।
ক্লিক করার পর নিচের মত আসলে sign in with email এখানে ক্লিক করবেন।
এরপর কানেক্ট একাউন্ট এ যে ইমেইল এড করেছিলেন সেই ইমেইলটি এখানে দিন এবং Sign in এ ক্লিক করুন।
সাইন ইন এ ক্লিক করলে পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে।কানেক্ট একাউন্টে যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিন এবং সাইন ইন এ ক্লিক করুন।
সাইন ইন এ ক্লিক করলে সরাসরি মাইজিপি এপের ড্যাশবোর্ডে চলে আসবেন।
এবার কল/মেসেজ হিস্টরি দেখতে নিচের স্ক্রিনশটগুলো লক্ষ্য করুন।
>>
>>
>>



>>

তো আশা করছি বুঝতেই পারছেন কীভাবে কী করতে হবে 🙂 তারপরেও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন।আমি সর্বোচ্চ চেষ্টা করব রিপ্লাই করে সমাধান দেওয়ার।
*সহজ উপায়:
*এতো ভেজাল না করে সরাসরি মাইজিপি এপে গিয়ে যার হিস্টরি দেখতে চান তার নাম্বার দিলে এবং তার কাছে থেকে কোডটি নিয়ে দিলেই তো হয়ে যায়।
হ্যা অবশ্যই এভাবেও হবে।তবে এক্ষেত্রে প্রত্যেকবার লগিন করার সময় ঐ নাম্বারে কোড যাবে।
এক্ষেত্রে যেভাবে করবেন তা স্ক্রিনশট এ দেখিয়ে দিচ্ছি।
>>
>>যার হিস্টরি দেখতে চান তার নাম্বার এখানে দিন এবং সাইন ইন এ ক্লিক করুন।
>> সাইন ইন এ ক্লিক করলে ঐ নাম্বারে একটি কোড যাবে।সেই কোডটি সংগ্রহ করে চিহ্নিত যায়গায় বসিয়ে ডানে তীর চিহ্নতে ক্লিক করুন।
>> অল ডান ব্রো! এবার উপরে দেখানো নিয়মে কল/মেসেজ হিস্টরি চেক করুন।😊
*নোট: এই পদ্ধতিতে একবার লগিন করলে আর লগ আউট করবেন না।নয়তো পুনরায় কোড নিতে হবে।
*আমি উপরে যে ট্রিকটি দেখিয়েছি সেক্ষেত্রে  একবার কোড নিতে পারলেই লাইফটাইম হিস্টরি দেখতে পারবেন কোনোরকম কোড নেওয়া ছাড়াই।😎
রবি,এয়ারটেল,বাংলালিংক সিমের এরকম ট্রিক্স প্রয়োজন হলে কমেন্ট করুন🙂
সকলের সর্বাঙ্গীণ সুস্থতা কামনা করছি।
ধন্যবাদ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages